জাকির আব্দুল করিম নায়েক (আরবি: زاكر نايك) (জন্ম: অক্টোবর ১৮, ১৯৬৫) একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। তিনি মহারাষ্ট্র থেকে সল্যচিকিৎসা বিষয়ে ডিগ্রি অর্জন করলেও ১৯৯১ সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেছেন।জাকির নায়েক ইসলামি রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যেটি পিস টিভি পরিচালনা করে থাকে।


জাকির নায়েকের জন্ম মুম্বাই শহরে, ১৯৬৫ সালের ১৮ই অক্টোবর তারিখে। জন্মগতভাবে তিনি কোঙ্কনি জাতির সদস্য।নায়েক সেন্ট পিটার্স হাই স্কুলে পড়াশোনা করেন, এবং কিশানচাঁদ ছেলারাম কলেজে পড়েন। এর পর তিনি মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নায়ার হাসপাতালে চিকিৎসাশাস্ত্রে পড়েন এবং মুম্বাই বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সাল থেকে তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে দাওয়াহ ও ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় প্রচারে মনোনিবেশ করেন।

প্রধান ধর্মসমুহে স্রস্টার ধারনা



ডাঃ জাকির আব্দুল করিম নায়েকের জীবনী


বিজ্ঞানের আলোকে কুরআন ও বাইবেল


চাঁদ ও কুরআন

ইসলাম কি মানবতার সমাধান ?

সন্ত্রাসবাদ ও জিহাদ


বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে হিন্দুধর্ম এবং ইসলাম
 কেন ইসলাম গ্রহন করছে পশ্চিমারা?



0 comments:

Post a Comment

Please leave post related comments

 
Top