AHOK (অহঁক)


Writer: Humayun Ahmed (হুমায়ুন আহমেদ)

Published Year: n/a


Publisher: Murchona

ISBN: n/a


ইন্টারগ্যালাক্টিক স্পেসশিপগুলোর পরিচালনা নীতিমালায় তিনটি না-সুচক সাবধান বাণী আছে।স্পেসশিপের ক্যাপ্টেন কে এই তিন 'না' মেনে চলতে হবে।

১.স্পেশশিপ কখনো নিউট্রন স্টার বলয়ের ভিতর দিয়ে যাবে না।
২.ব্লাকহোলের বলয়ের ভিতর দিয়ে যাবে না।
৩.অহঁক গোষ্ঠীর সিমানার কাছাকাছি যাবে না।ভুলক্রমে যদি চলে যায় তাহলে দ্রুত বের হয়ে আসবে।


সমস্যা হল নিউট্রন স্টার ও ব্লাকহোল এর অস্তিত্ব আগেভাগেই টের পাওয়া যায় এবং সময়মত ব্যবস্থা নেয়া যায় ।কিন্তু অহকদের ব্যাপারটা ভিন্ন।



0 comments:

Post a Comment

Please leave post related comments

 
Top